শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ।। ১৩ পৌষ ১৪৩১ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৬


মোনাজাতে শেষ হলো সিলেটের ঢাকাদক্ষিণ মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ আব্দুল্লাহ উসামা, গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সিলেটের ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসার মাহফিল।

মাহফিলটি বুধবার দুপুর থেকে শুরু হয়। শেষ হয় বৃহস্পতিবার রাতে।

মাহফিলে আলোচনা করেন- শায়খুল হাদিস জাকারিয়া রাহ. এর অন্যতম খলিফা, শায়খুল হাদিস মাওলানা শায়েখ বিলাল বাওয়া (যুক্তরাজ্য), ওলী ইবনে ওলী আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম মুফতি রশিদুর রহমান ফারুক বরুণা, মসজিদে নববী মদিনা মুনাওয়ারার উস্তাদুল হাদিস এবং মসজিদে কুবা ও কিবলাতাইনের সাবেক ইমাম ড. শায়েখ মুহাম্মদ ইয়াকুব আদ দেহলভী আল মাদানী, মুফতি মুজিবুর রহমান, মাওলানা আব্দুল কাদির বাগেরখালী, মুফতি আমিরুল ইসলাম হবিগঞ্জী, মুফতি আলী হাসান উসামা, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা নাজমুদ্দীন কাসিমী, মুফতি আশেকে এলাহী নোয়াখালী, মুফতি আরাফাত বিন হাশিমসহ স্থানীয় বরেণ্য উলামায়ে কেরাম।

এদিকে মাহফিল সফল ও স্বার্থক করতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাদরাসার মুহতামিম মাওলানা শেখ ছালেহ মোহাম্মদ জাকারিয়া।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ