নওগাঁ প্রতিনিধি
দীর্ঘ প্রায় ৬ মাস ধরে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় মাসে গড়ে শতাধিক রোগী অ্যাম্বুলেন্স সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই সাথে সরকার হারাচ্ছে রাজস্ব। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সচল ও একটি অচল অ্যাম্বুলেন্স প্রায় ৬ মাস ধরে ড্রাইভার না থাকায় সেবা বন্ধ রয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে অ্যাম্বুলেন্সের ড্রাইভার স্বেচ্ছায় অবসরে চলে যান। সেই থেকে আজ পর্যন্ত ড্রাইভার না থাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা বন্ধ রয়েছে। তখন থেকে অধিক ভাড়া দিয়ে বেসরকারি মালিকানা অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নওগাঁ, রাজশাহী ও বগুড়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছেন সেবাবঞ্চিতরা। সরকারি অ্যাম্বুলেন্সে বদলগাছী থেকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভাড়া দিতে হত ৪০০টাকা। অথচ বেসরকারি ও মালিকানা অ্যাম্বুলেন্সে ভাড়া দিতে হয় ১৫শ থেকে ২ হাজার টাকা।
স্থানীয় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘ প্রায় ৬ মাস ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দুটি পড়ে রয়েছে, দেখার কেউ নেই। প্রতিদিন কমপক্ষে ২/৫ জন রোগী এখান থেকে নওগাঁ, রাজশাহী ও বগুড়া রেফার্ড করে। সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় প্রায় ৩ থেকে ৫ গুন বেশি ভাড়া দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে রোগী নওগাঁ ও রাজশাহী নিয়ে যায় রোগীর স্বজনরা। এই যদি হয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা, তাহলে গরিব অসহায় মানুষ কোথায় যাবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদ্দুজামান বলেন, ড্রাইভার সংকটের কারণে দীর্ঘ প্রায় ৬ মাস হতে অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস বন্ধ রয়েছে। অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় রোগীদের সেবা দিতে অনেক সমস্যা হচ্ছে। ড্রাইভারের জন্য অনেক বার চাহিদা পাঠানো হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা জানান, আমাদের জনবল সঙ্কট হওয়ার কারণে গত প্রায় ৬ মাস থেকে অ্যাম্বুলেন্স ড্রাইভার নেই। ড্রাইভারের জন্য বেশ কয়েকবার চাহিদা পাঠানো হয়েছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সচল ও একটি অচল অ্যাম্বুলেন্স রয়েছে। সচল অ্যাম্বুলেন্সটি অনেক আধুনিক এবং অনেক ভালো মানের অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স টি পড়ে থেকে নষ্ট না হয়, সেই জন্য সপ্তাহে ২ থেকে ৩ দিন আমার গাড়ির ড্রাইভার দিয়ে হাসপাতাল মাঠে কিছুক্ষণ চালিয়ে নেই।
নওগাঁ সিভিল সার্জন বলেন, ড্রাইভার সঙ্কট হওয়ার কারণে বদলগাছীতে অ্যাম্বুলেন্স ড্রাইভার নেই।
জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অ্যাম্বুলেন্স খুবই গুরুত্বপূর্ণ। অ্যাম্বুলেন্স ড্রাইভার সঙ্কটসহ বেশ কিছু বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি, কিন্তু তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না। তাছাড়া আমিও টকশোতে হাসপাতাল বিষয়ে কথা বলেছি। এছাড়াও এলাকার সমস্যার বিষয়ে চিন্তা করে যদি প্রশাসনের সমস্যা না থাকে, তাহলে দল থেকে কিংবা আমি নিজে বেতন দিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার দেব, যাতে করে এলাকার লোকজনের সমস্যা না হয়।