দেশের প্রখ্যাত আলেম রাজনীতিবিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহ.-এর ওপর একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ করার উদ্যোগ নিয়েছেন তার ছাত্র ও ভক্ত-অনুরাগীরা। এটি প্রণয়নে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর হোটেল ফরচুন গার্ডেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারের আবনা, ফুযালা ও মুহিব্বিনদের উপস্থিতিতে এক জমায়েত অনুষ্ঠিত হয়।
জামেয়ার ফুযালা মাওলানা নূর উদ্দীন আহমদের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল খালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং স্মারকের প্রস্তাবিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন প্রিন্সিপাল রহ.-এর বড় সাহেবজাদা মাওলামা সামিউর রহমান মুসা।
প্রস্তাবিত আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করার পরে উপস্থিত সবাই এতে সম্মতি জ্ঞাপন করেন। প্রস্তাবিত ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হচ্ছে-
আহ্বায়ক: মাওলানা আব্দুল খালিক জকিগঞ্জী; যুগ্ম আহ্বায়ক: মাওলানা নূর উদ্দীন, গোলাপগঞ্জ; মাওলানা মাহমুদ শুয়াইব, সিলেট; মাওলানা জলিল আহমদ, সুনামগঞ্জী; মাওলানা জিলাল আহমদ, সিলেট: মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ; মাওলানা সাহল আল রাজী চৌধুরী, সিলেট; সৈয়দ জয়নুল ইসলাম, সুনামগঞ্জ; মাওলানা হাবীবুর রহমান শামীম, মৌলভীবাজার; সদস্য সচিব মাওলানা সামিউর রহমান মুসা, সিলেট।
অনুষ্ঠানে স্মারকগ্রন্থ প্রণয়ন ও প্রিন্সিপাল রহ.কে নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও বক্তব্য দেন মাওলানা আব্দুল জলিল, মাওলানা মাহমুদ শোয়াইব, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা জিলাল আহমদ, মাওলানা মু'তাসিম বিল্লাহ জালালী, মাওলানা আফতাব উদ্দীন নোমানী, মাওলানা শিহাবুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা হোসাইন আহমদ মিসবাহ প্রমুখ।
সভায় স্মারকসংক্রান্ত উপস্থিত সকলের উন্মুক্ত পরামর্শ গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শেষে সভাপতি মাওলানা নূর উদ্দীনের নাসীহা ও আগামী ১৭ জানুয়ারি বেলা ১১টায় পরবর্তী বৈঠকের সিদ্ধান্তে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কেএল/