সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ইজতেমা মাঠে হামলাকারী সাদপন্থীদের বিচার দাবিতে চান্দিনায় স্মরণকালের বৃহৎ বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাছান, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

গত ১৮ ডিসেম্বর গভীর রাতে বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কুমিল্লার চান্দিনায় স্মরণকালের বৃহৎ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার "উলামা-মাশায়েখ ও সাধারণ জনগণ, চান্দিনা উপজেলা" এর ব্যনারে মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার ও চান্দিনা থানার অফিসার ইনচার্জ বরাবর ৫ টি দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।

দারুল উলূম চান্দিনার মুহতামিম ও চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, মুফতী কেফায়েতুল্লাহ নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ।

ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মুফতি ফয়জুল্লাহ, আশরা মাদরাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া রাশেদ কাসেমী, দারুল উলূম সাতবাড়িয়ার মুহতামিম মুফতি এনামুল হক‌, মুফতী মতিউর রহমান ফরায়েজী, মুফতি এমদাদুল্লাহ, দারুল উলূম সাতবাড়িয়ার শিক্ষক মুফতি তানযিল হাসান, মুফতী জাকির সালেহ আরমানী, চান্দিনা তাবলীগ মারকাজের জিম্মাদার- ভাই ওমর ফারুক, ভাই আল আমিন এবং চান্দিনার শীর্ষ ওলামায়ে কেরাম ও আলমী শূরার তাবলীগের জিম্মাদারগণ।

সমাবেশে বক্তারা বলেন, চান্দিনা উপজেলার সকল মসজিদে সাদ পন্থিদের কার্যক্রম বন্ধ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাদ পন্থি ডা.কায়সারসহ সাদের অনুসারী সকল কে অবিলম্বে গ্রেফতার ও অপসারণ করতে হবে। এছাড়াও তাবলীগের নামে লেবাসধারী সাদপন্থী এতাতীদের ষড়যন্ত্রের পূর্বের ইতিহাস তুলে ধরে তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এধরনের অপচেষ্টা রুখে দিতে উদাত্ত আহবান জানান।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ