সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
‘ইজতেমায় হামলাকারীদের মাত্র একজন গ্রেপ্তার, বাকি আসামিদের গ্রেপ্তারে বিলম্ব কেন?’ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের অবৈধ কারবারের সত্যতা মিলেছে ইজতেমা মাঠে হামলাকারী সাদপন্থীদের বিচার দাবিতে চান্দিনায় স্মরণকালের বৃহৎ বিক্ষোভ গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী শহীদ আরাফাতের জানাযা অনুষ্ঠিত আগামী নির্বাচনে থাকবে না ইভিএম : নির্বাচন সংস্কার কমিশন প্রধান ইজতেমায় হামলাকারী সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে রামগড়ে বিশাল মানববন্ধন বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দুস্থ নারীদের সেলাই মেশিন দিলো মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশন ফরিদপুরের ভাঙ্গায় ৭ ডাকাত গ্রেফতার, অস্ত্রসহ জব্দ ৪ ট্রাক

ইজতেমায় হামলাকারী সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে রামগড়ে বিশাল মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি:

সম্প্রতি টঙ্গিতে ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় হতাহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তিসহ নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রামগড় বাজারে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হকের সভাপতিত্বে ও মাওলানা আবদুল হান্নান মানছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে  রামগড় কোট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জাহাদী, কালাডেবা মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল বশর, ফেনীরকুল মাদ্রাসার পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, বলিপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী নুর হোসেন, খাগড়াবিল জামে মসজিদ খতিব মাওলানা তাজুল ইসলাম, রামগড় কাওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক,মাওলানা সাইফুল ইসলামসহ প্রমুখ বক্তব্য রাখেন ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ভারত ও ইসরায়েলপন্থী মাওলানা সাদ দীর্ঘদিন যাবত তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছে।আমরা নিষিদ্ধ করার আমরা কথা বলছি না, তাবলীগ আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে।কুরআন -হাদিস বিরোধী বক্তব্য ও মাসয়ালা বর্ণনা করি  সা'দ এর তাবলীগ এদেশে চলবেনা। এ সময় বক্তারা সাদ পন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন আলেম-ওলামারা।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ