সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

চাঁদা দিতে অস্বীকার করায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনারকে কুপিয়ে জখম করেছে চাঁদাবাজরা। গত শনিবার রাত ১১টার সময় শেরপুরের নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার পুরাতন কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিএনপি নেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা শহরের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনার শেয়ারে বালু উত্তোলনের জন্য ভোগাই নদীতে শ্যালুচালিত মিনি ড্রেজার স্থাপন করেন। পার্শ্ববর্তী ছিটপাড়া বকুলতলা মহল্লার সাদ্দাম হোসেনসহ কয়েকজন যুবক ভোগাই নদীতে চলমান প্রতিটি বালুর সাইড থেকে ১৫শ’টাকা করে চাঁদা উত্তোলন করছিল। এরই অংশ হিসেবে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনারের কাছ থেকে একই পরিমাণ চাঁদা অন্য এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে আদায় করে। পরে শনিবার রাতে আনোয়ার হোসেন ওই বিএনপি নেতার কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। এসময় আনোয়ার হোসেন সেখান থেকে চলে আসেন। এর একটু পর রাত  ১১টার দিকে সাদ্দাম হোসেন, আলমগীর, আতশ আলী, স্বপন মিয়া, উমর আলী ও রফিকুল ইসলামসহ কয়েকজন যুবক রামদা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে পুরাতন কলেজ রোড এলাকায় অতর্কিতে আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এসময় এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে আনোয়ার হোসেনের মাথা ও পা’সহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় আনোয়ার হোসেন আনার বাদী হয়ে উল্লিখিত ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে রোববার রাতে নালিতাবাড়ী থানায় মামলা করেন।

নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ