রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ।। ২৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
আলোচিত বক্তা তাহেরীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৩ নিকাব পরা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করার ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন ময়মনসিংহে জামিয়া গাফুরিয়ার ৭৪ তম সম্মেলন ১৮ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ফসল জনগণ এবার '৭১ এর মত হাইজ্যাক করতে দিবে না’ ‘ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে’ খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন হবে: মির্জা ফখরুল ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে প্রতিদিন হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করলে বুঝবেন যেভাবে ভারত সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: সারজিস আলম

বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়ন ওলামা দলের কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি মালানা মো. মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মো. জাফর আহমদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সেলিম হাওলাদারকে নির্বাচিত করে মোট ১৮ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা এগারোটায় কমিটি গঠন উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল হাসান নগর ইউনিয়ন শাখা।

ওলামা দলের উপজেলা সভাপতি কাজী মাও. মো. রবিউল আলম এর সভাপতিত্ব ও তত্বাবধানে উপস্থিত সকলে মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। পরে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মো. হাফিজ ইব্রাহিম। তিনি নতুন কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে সকলের দীর্ঘায়ু কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক কাজী মাও. মো. আনসার উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মির্জাকালু চাইল্ড ফিউচার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হাসনাইন আহমেদ হাওলাদার প্রমুখ।

আলোচনাসভা শেষে কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন সদস্যদের নাম ঘোষণা করেন উপজেলা সভাপতি। কমিটির অন্যান্যরা হলেন- মাও. মো. সালাউদ্দিন (সিনিয়র সহ-সভাপতি), হাফেজ মোসলে উদ্দিন ভুঁইয়া (সহ-সভাপতি), হাফেজ জসিম উদ্দিন (যুগ্ম সম্পাদক), ইমাম মাও.মাকসুদ (সহ-সাংগঠনিক সম্পাদক), হাফেজ হারুনর রশীদ (প্রচার সম্পাদক), হাফেজ শাফায়েত হোসেন (সহ-প্রচার সম্পাদক), মাও. নুরুল আমিন (দপ্তর সম্পাদক), হাফেজ মো. আল-আমীন (সহ-দপ্তর সম্পাদক), মাও. মো. হাসনাইন (ধর্মবিষয়ক সম্পাদক), হাফেজ হাসান শরীফ (সহ-ধর্মবিষয়ক সম্পাদক), মৌলভী মো. মোতাহার আহমদ (আইন বিষয়ক সম্পাদক), মোও. আনোয়ার হোসেন হেলালি (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মৌলভী মো. আলম (সমাজকল্যাণ সম্পাদক), মাও. মহিউদ্দিন (স্বাস্থ বিষয়ক সম্পাদক), মাও. কামাল উদ্দিন ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক)।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ