সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

চাটমোহরে লিচু বাগানে শিশুর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে লিচু বাগান থেকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল এলাকার একটি লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। শিশুটি একই ইউনিয়নের চরমথুরাপুর গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ও চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় একটি মসজিদের জলসা শোনার জন্য বাড়ি থেকে বের হয় কল্পনা খাতুন। এরপর থেকেই তার কোনো খোঁজ ছিল না। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শনিবার সকালে জাবরকোল এলাকার একটি লিচু বাগানের মধ্যে গলায় ওড়না পেঁচানো লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এদিকে খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশটি কল্পনার বলে শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। তবে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতারসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার বলেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। আইনগত প্রক্রিয়া চলামন বলে জানান তিনি।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ