সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ ।। ২৯ পৌষ ১৪৩১ ।। ১৩ রজব ১৪৪৬

শিরোনাম :
আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাই: ড. ইউনূস পাকিস্তানিদের জন্য বাংলাদেশের ভিসার শর্ত শিথিল ‘আল্লাহর জমীনে আল্লাহর হুকুম বাস্তবায়নের লক্ষ্যে হাফেজ্জী হুজুর নির্বাচন করেছিলেন’ বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার শরীরে আয়রনের ঘাটতি হলে বুঝবেন যেভাবে জনগণের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, কমেনি সর্বনিম্ন হজযাত্রীর কোটা ভ্যাট আরোপ ও টিসিবির পণ্য বিক্রয় বন্ধে খেলাফত মজলিসের উদ্বেগ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল বায়ুদূষণ বন্ধে ৭ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

মাদারীপুরে প্রতিবেশীর কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় মাদারীপুরের শিবচরে প্রতিবেশীর কিল-ঘুষির আঘাতে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রবিবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জেলার শিবচর পৌরসভার ৩নং ওয়ার্ডের গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন আবুল হোসেন মোল্লার ছেলে স্বপন মোল্লার বাড়ি নির্মাণ কাজ চলছে। রবিবার সন্ধায় স্বপন মোল্লা তার বাড়ির পানি নিষ্কাশনের পাইপ রাস্তার ড্রেনের সাথে সংযোগ করছিল। পাইপটি তার প্রতিবেশী আশরাফুজ্জামান মালের দোকানের দরজার সামনে হওয়ায় আশরাফুজ্জামান পানির পাইপটি অন্যত্র সরাতে বলে। এতে স্বপন মোল্লার সাথে আশরাফুজ্জামানের বাকবিতণ্ডা হয়। এসময় স্বপন মোল্লা কিল ঘুষি দিয়ে আশরাফুজ্জামানকে মারধর করেন। এতে আশরাফুজ্জামান মাটিতে পড়ে মাথায় আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত আশরাফুজ্জামান মাল ওই এলাকার মৃত দেলোয়ার মালের ছেলে।

নিহতের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, স্বপন মোল্লা তার বাড়ির পানির পাইপ ড্রেনে সংযোগ করতে আমার স্বামীর দোকানের দরজার মুখে গর্ত করে। এতে আমার স্বামী বাঁধা দিলে এলোপাথারি কিল-ঘুষি মারে। সে আমার স্বামীকে হত্যা করেছে।

এ ব্যাপারে শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ