সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


চাটমোহরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহরে ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের তার জোড়া লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে নয়ন হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের শাহবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক ওই ইউনিয়নের কানাইয়ের চর গ্রামের আবদুল হামিদের

ছেলে।

জানা গেছে, দুপুরে লাইন চালু রেখেইে শাহবাড়ি বাজারে জনৈক মামুনের দোকানে ছেঁড়া বিদ্যুতের তার জোড়া লাগাচ্ছিল নয়ন। এ সময় অসাবধানবশত তারটি তার শরীরে স্পর্শ করলে মাটিতে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন নয়ন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নয়নকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ