সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


এবার ববি সংলগ্ন মহাসড়কে প্রাণ গেল জামায়াত নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অন্তরা পরিবহন বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক ইউনুস বিশ্বাস নিহত হন। নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইউনুস বিশ্বাস পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং বাউফল উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি পদে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনুস বিশ্বাস মোটরসাইকেলযোগে বরিশাল থেকে বাউফলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্তরা পরিবহন বাসটি তাকে চাপা দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি কিছু দূরে থামিয়ে চালক পালিয়ে যায়। বাসটি বর্তমানে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে অবস্থান করছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম নিহত হন। এরপর গত ২ নভেম্বর একই স্থানে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত কিশোর গত ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

গত এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তিনজনের প্রাণহানি ঘটলো, যা এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ