গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন সড়কের কংক্রিটের বেরিকেডের সাথে ধাক্কায় মোটরসাইকেলচালক এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
১৯ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম রাসেল মিয়া। নিহত রাসেল গোবিন্দগঞ্জের দুলা মিয়ার ছেলে। তিনি বগুড়া গাবতলীর সৈয়দ আহমেদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
ওসি জানান, গোবিন্দগঞ্জের ওই এলাকায় সড়ক নির্মাণের কাজ চলছে। বিকল্প পথে যেতে নির্মাণ সড়কে কনংক্রিটের ব্লক দিয়ে রাস্তায় বেড়িকেড দেওয়া আছে। গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার পথে ওই ছেলের দ্রুতগতির মোটরসাইকেলটি সরাসরি সেই ব্লকে গিয়ে ধাক্কা খায়। এতে ওই যুবকের মাথা, চোখের ওপর, কপালসহ সারা শরীরে ক্ষত-বিক্ষত হয় এবং রাস্তায় ছিটকে পড়ে। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।