নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন-স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা খান সালাহউদ্দিন। আমাদা জাগরণী ক্লাবের আয়োজনে টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় বিএনপি নেতা জবদুল শেখ, দুলাল মন্ডল, লোহাগড়া উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য রাকিব শেখ, যুবদল নেতা লবাব মোল্যা, মশিউর শেখ, চঞ্চল, কামরুল মৃধা, রাজা শেখ, পিকুল খান, যুব শেখ, ছাত্রদল নেতা নাদিম শেখ, সুরুজ শেখসহ অনেকে।
উদ্বোধনী খেলায় লোহাগড়ার শালনগর ফুটবল একাদশ এবং কচুবাড়িয়া ফুটবল একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কচুবাড়িয়া ফুটবল একাদশ ১ গোলে জয়লাভ করে।
এনএ/