সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


খুনিরা কীভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায়: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই

গাজী তাওহীদুর রহমান মুমতাযী, যশোর প্রতিনিধ:

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ছাত্র-জনতার গণবিপ্লবে যারা জঘন্যতম গণহত্যা চালিয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছে, চিরতরে পঙ্গু করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খুনিরা কীভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায়।

এছাড়া টাকা লুটপাটকারী দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। জাতীয় নির্বাচনের সুষ্ঠু-সুন্দর পরিবেশ তৈরি করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।'

আজ শনিবার (২ নভেম্বর) বিকাল তিনটা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে যশোরের ঐতিহ্যবাহী মুন্সি মেহেরুল্লাহ টাউন হল ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন পীর সাহেব চরমোনাই।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার  সভাপতি আলহাজ্জ মিঞা  আব্দুল হালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মাওলানা আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন। 

সভায় আরও বক্তব্য রাখেন যশোর জেলা শাখার সহ-সভাপতি  মাওলানা আব্দুল হালিম এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ  মফিজুল আলম খোকা, জেলার জয়েন্ট সেক্রেটারী জনাব মোহাম্মদ আলী সরদার,  জাতীয় শিক্ষক ফোরাম যশোর জেলার শাখার সভাপতি  মাস্টার ইদ্রিস আলী, জেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারী প্রভাষক বাবলুজ্জামান, জেলা যুব আন্দোলনের সভাপতি মাস্টার মোঃ কামরুজ্জামান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হুসাইন এবং যশোর সদর উপজেলা শাখা ও যশোর পৌর শাখার নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ