রংপুর ব্যুরো
রংপুর মহানগরীর পরশুরাম থানার ‘দলবেঁধে ধর্ষণ’ মামলার প্রধান আসামি রবিউল
ইসলাম ভুট্টকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানান র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সালমান নূর আলম।
র্যাব জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা এলাকায় একটি পরিকল্পিত
দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম রাতে নানির বাড়ি হতে খালার বাড়িতে যাওয়ার সময় রাস্তা ভুলে
যান। তখন রবিউল ইসলাম ভুট্টর দোকানে গিয়ে তার খালুর বাড়ি যাওয়ার সঠিক রাস্তা জানতে
চান, কিন্তু তিনি অসৎ উদ্দেশ্যে ভুল রাস্তা দেখিয়ে দেন। এরপর রবিউল ইসলাম ভুট্ট ও তার
সহযোগীরা ভিকটিমকে বাঁশঝাড়ে নিয়ে গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
পরবর্তীতে ভিকটিমের বাবা পরশুরাম থানায় রবিউল ইসলাম ভুট্টকে প্রধান অভিযুক্ত করে ধর্ষণ মামলা
করেন। র্যাব-১৩ এবং র্যাব-১ এর সদস্যরা গোপন সংবাদে বৃহস্পতিবার ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে রবিউল ইসলাম ভুট্টকে গ্রেফতার করে। ভুট্টু পরশুরাম থানার পান্ডারদিঘি এলাকার লুৎফর রহমানের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হন্তান্তর করা হয়েছে।