মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে উপজেলা মৎস্য অফিসের টিম। শুক্রবার সন্ধ্যায় পদ্মা নদীর চরজানাজাত এলাকার হীরাখাঁর বাজারে এ ঘটনা ঘটে। জেলে ও স্থানীয়রা হামলা করতে চাইলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মৎস্য অফিসের টিম। শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিকেলে পদ্মা নদীর চরজানাজাত এলাকায় অভিযানে নামে উপজেলা মৎস্য অফিস। এসময় অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের টিম নদীর হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা হামলা করতে এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে দ্রুত নদীর মধ্যে গিয়ে অবস্থান নেন মৎস্য কর্মকর্তাসহ টিমের সদস্যরা। পরে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় কেউ আহত হননি।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমরা নিয়মিত পদ্মায় অভিযান চালাচ্ছি। বিপুল পরিমাণ জাল জব্দসহ জেলেদেরও আটক করা হচ্ছে। শুক্রবার বিকেলে অভিযানে গেলে হীরাখাঁর বাজার এলাকায় হামলা চালায় জেলেসহ স্থানীয়রা। এসময় আমরা দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। নদীর পাড়ের ওই বাজারে ইলিশ বিক্রি হয়।