সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


কমিটি গঠনের জের: দুই বিএনপি নেতার ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

কলেজের এডহক কমিটি গঠনের জের ধরে মাদারীপুরের ডাসারে দুই বিএনপি নেতার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্প‌তিবার‌ দুপু‌রে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ভুক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি ডাসারের শশীকর শহীদ স্মৃতি কলেজের এডহক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সভাপতি নির্বাচিত হন কালকিনি উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান বেপারী। এ নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ৭/৮ জন বিএনপির নেতাকর্মী মিলে একটি প্রাইভেটকারযোগে মঙ্গলবার দুপুরে ওই কলেজে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা করতে যান। এ সভা শেষে তারা কালকিনি ফেরার উদ্দেশ্যে কলেজ থেকে বের বের হন। এসময় আগে ওঁৎ পেতে থাকা ডাসার ইউপি বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের ছেলে অশ্রু তালুকদের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক মিলে এডহক কমিটির সভাপতি মিজানুর রহমান বেপারী ও আইনজীবী মিজানুর  ওপর অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

এ বিষয় ভুক্তভোগী মিজানুর রহমান বেপারী বলেন, কলেজের এডহক কমিটিতে আমাকে সভাপতি ও আইনজীবী মিজানুরকে নির্বাচিত করায় অশ্রু তালুকদার ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ ও যুবলীগের কিছু লোকজন সাথে নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। পরে পুলিশ আমাদের সেভ করেছে। আমরা মামলা করার প্রস্তুতি নিয়েছি।

অভিযুক্ত অশ্রু তালুকদার জানান, কালকিনি উপজেলা থেকে  তারা এসে কেন আমাদের ডাসার উপজেলার কলেজ কমিটিতে তারা থাকবে। তাদের ডাসার ঢুকতে দেয়া হবে না। হামলার ঘটনা সঠিক নয়।

এ ব্যাপারে ডাসার থানার ওসি মাহামুদুল হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ