সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করেছেন র‌্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় বাসটির সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ভোলা বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করে।

 র‌্যাব জানায়, গোপন সংবাদে জানা যায় ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসির বাসে বিপুলসংখ্যক কচ্ছপ অবৈধভাবে বিক্রির জন্য বহন করা হচ্ছে। এ সংবাদে লাহারহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে বিআরটিসির একটি বাসে তল্লাশি চালিয়ে চার বস্তায় বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসবের ওজন ১৬০ কেজি।

এ সময় ওই বাসের সুপারভাইজার ভোলা সদর থানার দক্ষিণ বালিয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল (২৭) ও বাসের হেলপার (সহকারী) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চর হোগল বুনিয়া এলাকার বাসিন্দা মো. সজিব শেখকে (২৬) আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল সদর রেঞ্জের বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ