সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


দেশবাসী এখন তারেক রহমানের অপেক্ষায় : বাদশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষোয় আছে। শেখ হাসিনার পতন হলেও তার দোসররা বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে বিভিন্ন মিথ্যা মামলাগুলো নিষ্পত্তি না করে অযথায় ঝুলিয়ে রাখা হয়েছে।

বাদশা আরো বলেন, যেকোন মূল্যে শিগগির তারেক রহমান দেশে ফিরবেন এবং আগামী সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতায় আসবে- ইনশাল্লাহ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে গাবতলী পৌর বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য একেএম মাহবুবুর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম।

পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুব রহমান হারেছ, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাসার, জাহিদুল ইসলাম হেলাল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, জেলা শ্রমিকদলের সভাপতি আ. ওয়াদুদ, জেলা মহিলাদলের সম্পাদক নাজমা আকতার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সহসভাপতি আতোয়ার রহমান, মতিউর রহমান মতি, পৌর জিয়া পরিষদের সভাপতি মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

এসময় গাবতলী পৌর বিএনপির সহ-সভাপতি আফছার আলী মিজু, আবু হাসনাত সাহিন, এস্কেন্দার আলী ময়না, আ. গফুর শাহ, মাহবুব হাসান নিভা, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুল, ওহাব চেয়ারম্যানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ