সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


গাঁজা সেবন ও বিক্রির দায়ে ৭ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে গাঁজা সেবন ও বিক্রির দায়ে নারীসহ ৭ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

জানা গেছে, গোপন সংবাদে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বিক্রির দায়ে ১ নারীসহ ৭ জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল একেকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নয়া রাংটিয়ার জুলেখা বেগম (৫২), নুরুল আলম (৪২), মাসুদ মিয়া (৬৩), রিপন মিয়া (২২), জামালপুরের মেলান্দহ উপজেলার নাগেরপাড়া এলাকার মাহবুবুর রহমান মারুফ (৩৬) এবং ইসলামপুর উপজেলার মাহমুদপুর এলাকার মজনু মিয়া (৫২)। পরে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ