মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি রনি মোল্লাকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর। গ্রেফতার রনি মোল্লা উপজেলার মাদবরচর ইউনিয়নের সামাদখারকান্দি গ্রামের কাদির মোল্লার ছেলে।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১৩ সেপ্টেম্বর শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাছের হাওলাদারকান্দি গ্রামের ৯ বছরের এক শিশুকে পাশের সামাদখারকান্দি গ্রামের রনি মোল্লা (২৬) চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে কাশবনে নিয়ে ধর্ষণ করে। পরে রাত সাড়ে ১০টার দিকে রনি মোল্লা শিশুটিকে তার বাড়ির সামনে রাখতে যায়। এসময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন বাড়ির সামনে এলে রনি দৌড়ে পালিয়ে যায়। পরে ওই শিশুটি তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে। পরিবারের লোকজন চিকিৎসার জন্য প্রথমে শিশুটিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় রনি মোল্লাকে আসামি করে ১৫ সেপ্টেম্বর মামলা করা হয়। গোপন সংবাদে রবিবার রাতে উপজেলার পাঁচ্চর এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে।