রংপুর ব্যুরো
আজ সিন্ডিকেট সভায় আবু সাঈদ হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। এটি বেরোবি’র গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন। যা এখন উপাচার্যের দপ্তরে সংরক্ষিত আছে।
উপাচার্য অধ্যাপক শওকাত আলী বলেন, উপাচার্য হিসাবে যোগ দেওয়ার পর অপরাধীদের শনাক্ত করতে দ্বিতীয় দফা তদন্ত কমিটি গঠন করি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের কাছে ওই কমিটি তথ্য চেয়েছে। কিন্তু তারা অপরাধীদের সঠিকভাবে শনাক্ত করতে, সাক্ষাৎকার দিতে বাড়তি সময় চেয়ে নিয়েছিল। তাই সাত কর্ম দিবসের বেশি সময় লেগেছে। এখানে তদন্ত কমিটির কোনো গাফিলতি ছিল না।
তিনি বলেন, গত সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আমরা তদন্ত কমিটি ও প্রতিবেদন নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করছি। আগামী ২৮ তারিখে সিন্ডিকেট সভা আছে। এ সময় সাংবাদিকদের ডেকে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ নিহত হওয়ার সময় পুলিশসহ ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক, ৪ কর্মকর্তা এবং ৫ কর্মচারীকে দেখা যায়। তাদের সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করতে দেখা যায়।
এনএ/