রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের ভাবনা নিয়ে বরিশালে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

ছাত্র-জনতার অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশের ভাবনা নিয়ে অংশীজনদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা হয়েছে। অভ্যূত্থানে বরিশালের ছাত্র-জনতার ব্যানারে রোববার বিকেলে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই সভা হয়।

এসময় আলোচকরা গণঅভ্যূত্থানে শহিদদের পরিবারকে পর্যাপ্ত সহায়তা ও আহতদের দ্রুত সময়ের মধ্যে যথাযথ চিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

বরিশালের অভ্যূত্থানের সংগঠক সুজয় শুভর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লেখক ও গবেষক মাহা মির্জা। সংগঠক হুজাইফা রহমানের সঞ্চালনায় বক্তৃতা দেন শের-ই বাংলা মেডিকেল কলেজের সংগঠক ডা. ইশতিয়াক শান্ত, ডা. রেজা তাইমুর মাহমুদ ও ডা. মশিউর রহমান, বাকেরগঞ্জের সংগঠক হাসিবুল আলম তুরান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক ভূমিকা সরকার ও সংগঠক অনিকা সিথি, বাবুগঞ্জের সংগঠক জাহিদ হাসান, ঝালকাঠি জেলার সংগঠক মো. লিখন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠক জিএম রাব্বী, ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী ও বরিশাল নগরের সংগঠক অনর্ব মুবিন প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাহা মির্জা বলেন, জুলাই গণভ্যূত্থানের আন্দোলন হয়েছিলো সব শ্রেণিপেশার মানুষের মধ্যে অর্থনৈতিক-সামাজিকসহ সব ধরণের বৈষম্য দূর করতে। কিন্তু সম্প্রতি ঢাকায় শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতনের আন্দোলনে পুলিশ-সেনাবাহিনী গুলি চালালো-মানুষ মারা হলো। এ প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বললেন, ‘বহিরাগতদের আন্দোলন’। এমন কথা আওয়ামী সরকার বলতো। সব ঘটনার দায় চাপাতো বিএনপি-জামায়াত-জঙ্গিরাদের উপর। যা আমরা চাই না। যেকোন বৈষম্যের বিরুদ্ধে আমাদের সচেতনভাবে কাজ করতে হবে। গণঅভ্যূত্থানের সরকার ক্ষমতায় থাকাকালে এমন একই চরিত্র যেন আমরা দেখি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ