সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার গনিগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,দুপুরে বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে তাৎক্ষণিক পাশের দুই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন জানিয়েছেন,তিনটি দোকানে পুড়ে ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত জানা যায় নি, জানার চেষ্টা করছি আমরা
এনএ/