রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


শেরপুরে ভারতীয় মদসহ কারবারি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ রমজান আলী (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রমজান জামালপুর সদর উপজেলার দেউলিয়াপাড়া জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাস আলীর ছেলে।  এ ঘটনায় শুক্রবার রাতে শেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে গোপন সংবাদে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড় এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬টি বস্তায় ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বোতল পাওয়া যায়। এসময় রমজান আলীকে আটক করে ডিবি পুলিশ। একই সাথে মদ ও প্রাইভেটকারটি জব্দ করে নিয়ে যায় ডিবি। উদ্ধার মদের মূল্য আনুমানিক ৪ লক্ষ ৭২ হাজার টাকা।

ঘটনা সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি সালেমুজ্জামান বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ