রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
শ্রীপুরে কেমিক্যাল গুদামে আগুন, একজনের লাশ উদ্ধার উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা টঙ্গীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে মিছিল; মাদরাসা বন্ধের হুমকি বিএনপি নেতার সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রমনা মডেল থানায় স্মারকলিপি প্রদান জীবনের নিরাপত্তাসহ ৩ দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান সাদপন্থী নেতা মুয়াজের ৩ দিনের রিমান্ড ইজতেমা মাঠে হামলা: আসামিদের গ্রেফতারসহ ৪ দফা  দাবি ঢাবি শিক্ষার্থীদের আবারও মেট্রোরেলের এককযাত্রার টিকিট বিক্রি শুরু মালিবাগ মাদরাসার আকিদাগত শুদ্ধতার সংরক্ষণে অভূতপূর্ব উদ্যোগ সহ-সমন্বয়ক খালেদ নিখোঁজ, জেলা সমন্বয়ককে হত্যার হুমকি

শেরপুরে বিনামূল্যে চিকিৎসা পেল ৩ হাজার বন্যাদুর্গত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যা দুর্গতদের চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। আজ রবিবার দিনব্যাপী উপজেলার আহমেদনগর এলাকায় ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে ওই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতী, শেরপুর অফিসার্স ফোরাম, আইসিডিডিআরবি ঢাকা ও ইউএসএআইডি যৌথভাবে ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে অন্তত ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব বন্যা দুর্গত রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, শিকড় ঝিনাইগাতীর উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শেরপুর অফিসার্স ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ হারুন, শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

আয়োজক সংগঠন শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যঅনুযায়ী চেষ্টা করেছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে, দিয়েছি নগদ অর্থ সহায়তা। আজকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে আগত ৩ হাজার রোগীদের মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, অর্থোপেডিক্স, চক্ষু, কার্ডিওলজি, চর্ম, শিশুসহ সকল বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। জনসাধারণের কল্যাণে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ