আবদুল্লাহ ফিরোজী : জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাভার থানার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে যমযম নূর গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা নূর মোহাম্মদকে সভাপতি ও দারুল মুসলিম মাদরাসার মুহতামিম মুফতি ইলিয়াস হোসাইনকে সাধারণ সম্পাদক করে সাভার থানা কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আরএস টাওয়ারে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বলিয়ারপুর মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী। বিশেষ অতিথি ছিলেন জামিয়াতু ইব্রাহীম আ. ঝাউচরের মুহতামিম শায়খুল হাদীস মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, জামিয়া মদীনাতুল উলূম আমীন বাজারের শিক্ষা সচিব শায়খুল হাদীস মুফতি আব্দুর রহীম কাসেমী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন সিরাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাভার থানা সভাপতি মাওলানা আবু সাঈদ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি মুঈনুদ্দীন আহমাদ, সাধারণ সম্পাদক মুফতি আনওয়ারুল ইসলাম মাদানী প্রমুখ নেতৃবৃন্দ।
হাআমা/