নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা শপথ নেন।
সুপ্রদীপ চাকমার জন্ম ১৯৬১ সালে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়িতে। তিনি সপ্তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন।
২০২৩ সালের ২৪ জুলাই রাষ্ট্রপতির আদশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেন।
এ ব্যাপারে সুপ্রদীপ চাকমা গণমাধ্যমকে বলেন, আমি তো জানিই না। আমি জানলে তো আমি ওখানেই থাকতাম। ওখানে থাকতে পারলে আমি খুব খুশি হতাম। ৫ তারিখের এই বিপ্লব ঘটানোর প্রয়োজন ছিলো। আবু সাইদের হত্যাকাণ্ডের ভিডিও আমি বহুবার দেখেছি। এভাবে যে মানুষ মারা যায় তা অকল্পনীয়।
আমি ড. মুহম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। তিনি এই দায়িত্বটা নিয়েছেন। আমাকে এই সিলেকশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রামের বার্তাগুলো আমি পৌঁছে দেবো। এখানে একটা এগ্রিমেন্ট হয়েছে। ওই এগ্রিমেন্ট সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে।
এনএ/