শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ।। ২ কার্তিক ১৪৩১ ।। ১৫ রবিউস সানি ১৪৪৬


দৌলতপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে চলমান অস্থিরতার পর বিজয় আসলেও ফিরেনি শৃঙ্খলা। জনক্ষোভ থেকে সারাদেশের দেশে থানা হামলায় অনিরাপদ হয়ে গেছে পুলিশও। মঙ্গলবার ছিল পুলিশের কর্ম বিরতিও। এ কারণে বাইরে তাদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। তিন দিন ধরে খুলনা শহরে ট্রাফিক পুলিশ না থাকায় এক প্রকার বিশৃঙ্খল অবস্থায় যান চলাচল করছে।

বুধবার ও বৃহস্পতিবার খুলনার দৌলতপুর বেবি স্ট্যান্ড,ট্রাফিক মোড়, মহসিন মোড়,সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগনালে সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত শহরে যানবাহন চলাচল শৃঙ্খলা ফিরাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মুহা.শাহরিয়ার তাজ এর নেতৃত্ব কাজ করছে থানার নেতৃবৃন্দ।

এসময়  উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার তথ্য গবেষণা প্রচার সম্পাদক মুহা.সিফাত শিকদার, কলেজ সম্পাদক মুহা.শাহারিয়ার, আলিয়া মাদরাসা সম্পাদক মুহা.মেহেদী হাসান ও প্রমুখ নেতৃবৃন্দ।

একই সাথে গতকাল রাতে একটি প্রতিনিধি দল বিভিন্ন মন্দির ও দৌলতপুর থানার বিভিন্ন এলাকা নিরপত্তার স্বার্থে পরিদর্শন করেন।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ