|| আদিয়াত হাসান ||
প্রখ্যাত ওয়ায়েজ ও ইসলামী আলোচক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ইসলামী আলোচক ও মিডিয়া উপস্থাপক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী।
তিনি জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর আব্বাজানকে গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, আজ সকাল থেকে রোগীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
এদিকে ইসলামী আলোচক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বাবার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ও দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।
কেএল/