সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


ফরিদপুরে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার জেলা মনিটরিং কমিটির সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩০ জুন) বিকালে জেলা প্রশাসকের হল রুমে জেলা মনিটরিং কমিটির সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে সময় দেওয়ায় এবং সার্বিক দিক নির্দেশনা প্রদান করায় জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাগণ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান তিনি।

দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের জেলা মনিটরিং কমিটির সভা ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক প্রতিষ্ঠানগুলোর সার্বিক খোঁজ-খবর নেন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে সবধরণের সাহায্য-সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সভায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপপরিচালক মো. সাহাবুদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদদীন, জেলা ইফা'র সহকারী- পরিচালক মো. সুজন আলী, ফিল্ড অফিসার মো. রাসেল, মাষ্টার ট্রেইনার আবু বকর সিদ্দিক, সদর ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ, এলডিএ ইউনুস মন্ডল, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মুফতি মো. তবীবুর রহমান সহ জেলার সকল দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষিকাগণ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ