ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। একদিকে চারলেনের কাজ চলমান, অন্যদিকে ঈদের আগে পরিবহনের চাপ বাড়ার কারণে কোথাও কোথাও যানজটের কারণে থেমে আছে গাড়ি।
বুধবার (১২ জুন) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারী ব্যক্তিরা।
এনএ/