সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ।। ৮ পৌষ ১৪৩১ ।। ২১ জমাদিউস সানি ১৪৪৬


কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান পদে জয়ী মাওলানা আলতাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন হাফেজ মাওলানা আলতাফ হোসেন।

তিনি তালা প্রতীক নিয়ে নির্বাচনে ৩২ হাজার ৫৮০টি ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে মাওলানা আলতাফ হোসেন বলেন, এ বিজয় জনগণের। এ বিজয় আলেম ওলামার। এ বিজয় আপনাদের।

তিনি বলেন, আমি আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। ইসলাম, আলেম ওলামার বদনাম হয় এমন কোন কাজ আমার দ্বারা হবে না ইনশাল্লাহ।

এদিকে, কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৩৫ হাজার ৩০২টি ভোট পেয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন মোস্তাক আহমদ পলাশ। তিনি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রোকসানা জাহান।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটার ছিলেন। বন্যার মধ্যেই এ উপজেলায় ভোট হয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ