রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪ ভাদ্র ১৪৩১ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

অসুস্থ গরুর মাংস বিক্রি করাই ,নড়াইলে কসাইকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইন্টারনেট

 নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা হাটে অসুস্থ গরুর পচা মাংস বিক্রির দায়ে কসাই চুন্নু সরদার ও তার সহযোগী তাকিউর শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেলের দিকে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত কসাই ও তার সহযোগীকে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা হাটে মঙ্গলবার সকাল থেকে কসাই চুন্নু সরদার ও তার সহযোগী তাকিউর শেখ অসুস্থ গরুর পচা মাংস বিক্রি করছিল। এ খবর চাউর হয়ে গেলে একদল গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম। তার নির্দেশে গরুর বিভিন্ন অংশ থেকে মাংস সংগ্রহ করে ভ্যাটোনারীতে পরীক্ষা- নিরীক্ষার জন্য প্রেরণ করলে মাংস নষ্ট বলে জানা যায়।

পরে ইউএনও'র কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পচা মাংস মাটিতে পুতে ফেলা হয়।

না/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ