নিরীহ নিরস্ত্র স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ সিলেট জেলা ও মহানগর।
বক্তারা বলেন, ইসরাইল বর্বরোচিতভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থা সমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান।
রবিবার (২২অক্টোবর) বিকালে সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সিলেট জেলার আহবায়ক শেখ আল আমীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা সৈনিক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব খালেদ হোসেন। টিপু চৌধুরী। এবাদুর রহমান, মাওলানা অলিউর রহমান, হাফিজ শরীফ, কে.এম মিনহাজ উদ্দিন, ক্বারী হাফিজ আব্দুল মুকিত, হাজী হাফিজুর রহমান, রুহুল আমীন, সাবেক মেম্বার হাফিজ আব্দুল করিম, মীর মোঃ নাজিম উদ্দিন, মোঃ সমজ আলী হাফিজ সামসুদ্দিন, মৌলভী আবুল কালাম, সিকন্দর আলী, আল আমীন ও জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
এনএ/