বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
বোমা হামলার মামলায় খালেদা জিয়াসহ ২৬ জনকে অব্যাহতি  ‘ভারতকে বুঝতে হবে এটা আ. লীগের আমল নয়, এটা নতুন বাংলাদেশ’ দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান    নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’ এখন একটা মারলে ৪০ টা দাঁড়িয়ে যাবে : প্রধান উপদেষ্টা ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে : জামায়াত আমির ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে: হাসনাত আব্দুল্লাহ ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ  সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীরা

সরকার জনগণের কাছে  সীমাহীন দুর্নীতির জবাব দিতে হবে : জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, দেশ আজ গভীর সংকটে নিপতিত, খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খেটে খাওয়া সাধারণ মানুষদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রতিনিয়ত কমছে। 

তিনি আরো বলেন, অসহনীয় এই পরিস্থিতি সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণেই তৈরী হয়েছে। সরকারকে জনগণের  নিকট এসব দুর্নীতির জবাব দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই দিতে হবে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৩ টায় নীলফামারী জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুর বাংলা হাইস্কুল মাঠে  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, দখলদার ও অবৈধ রাষ্ট্র ইসরাইল দীর্ঘকাল যাবত ফিলিস্তিনের মুসলমানদের উপর যে ভাবে আগ্রাসন চালিয়ে আসছে তা নজিরবিহীন।

তিনি ফিলিস্তিনের বর্তমান ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে বলেন, সরকারকে সংসদের অধিবেশন ডেকে এই বর্বরতা ও আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। একই সাথে তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন দেওয়ারও জোর দাবী জানান।

কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর জেলা জমিয়তের আহবায়ক মাওলানা ইউনুস আলী সাহেবের সভাপতিত্বে এবং রংপুর জেলা জমিয়তের সদস্যসচিব মাওলানা মাহমূদর রহমান ও নীলফামারী জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহমূদ বিন আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী, দিনাজপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী, কুড়িগ্রাম জেলা জমিয়তের সভাপতি মাওলানা ফরীদ উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহীম, রংপুর জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম ও মাওলানা জোবায়ের, নীলফামারীর মাওলানা রেজাউল করিম, মাজহারুল ইসলাম, মুফতী আরিফুল ইসলাম, শাহীনুর রহমান ও যুব নেতা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ