চ্যাম্পিয়ন প্রপার্টিজ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও জাকির প্রিন্টার্স-এর স্বত্বাধিকারী, মুফতি আসাদুল্লাহ জাকির গত ১১ অক্টোবর ২০২৩ ইং জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট এলডি হলে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন-এর নির্বাচিত প্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ করেছেন।
কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক’সহ ২৯ জনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ পড়িয়েছেন সাবেক চিফ হুইপ, সরকারি সমিতি কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আ স ম ফিরোজ এমপি। শপথ গ্রহণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেন উদ্যোক্তারা।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী ধনিয়া কলেজ স্বাধীনতা ভবনে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এনএ/