বন্ধ হওয়ার ৮৭ দিন পর ক্ষতিগ্রস্ত ঢাকা মেট্রো রেলের মিরপুর-১০ নম্বর স্টেশনটি আবার চালু হয়েছে। মঙ্গলবার সকালে এ স্টেশনের কার্যক্রম শুরু হয়।রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ স্টেশনে এখন যাত্রীরা ওঠানামা করতে পারছেন।
সোমবার উত্তরায় মেট্রো রেলের প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ গণমাধ্যমকে জানান, মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত টিকিট কাটার মেশিন, ইলেকট্রনিক সরঞ্জামসহ পুরো অবকাঠামো। মঙ্গলবার এ স্টেশনের কার্যক্রম শুরু হবে।
গত ১৯ জুলাই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনকালে সংঘাতে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। পরে প্রয়োজনীয় সংস্কার শেষে গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন চালু করা হয়। আর ৮৭ দিন পর মঙ্গলবার মিরপুর-১০ স্টেশনটি চালু করা হলো।
এনএ/