শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ১৩ আশ্বিন ১৪৩১ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৬


ভারতে নবীজিকে অবমাননার প্রতিবাদে খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ কমিটির বিক্ষোভ-মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক হজরত রাসুলুল্লাহ (সা.)-এর নামে জঘণ্য মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ কমিটি, সাধারণ মুসল্লি ও এলাকাবাসী বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি ছিলেন খিলগাঁও ঈদগাহ জামে মসজিদের খতিব হজরত মাওলানা আবুল কাসেম আশরাফী।

সমাবেশে তিনি বলেন, ইসলামের নবী, মুসলমানদের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ জঘণ্য মিথ্যাচার ও কটূক্তি করে বিশ্বের ২০০ কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছে। এতে বিশ্ব মুসলিম ক্ষোভে ফুঁসে উঠেছে।

এ সময় তিনি অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনারর দাবি জানান।

প্রতিবাদ সমাবেশ আরও বক্তব্য রাখেন, ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক মুসআব।

মিছিলে উপস্থিত ছিলেন, ঈদগাহ মসজিদ কমিটির সভাপতি আব্দুল আওয়াল, সহসভাপতি ফখরুল আহসান, হানিফ খোকা, মুস্তাফিজুর রহমান, আব্দুল হালিম ও সিফাত হাসান সম্রাটসহ কমিটির অন্য সদস্যরা।

মিছিলে কয়েক হাজার মুসল্লি অংশ নেন। খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়। পরে খিলগাঁও চৌরাস্তা হয়ে তালতলা মার্কেট হয়ে আবার খিলগাঁও ঈদগা মসজিদের সামনে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ