বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ।। ৬ কার্তিক ১৪৩১ ।। ২০ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :

হজযাত্রীদের সেবায় ডিএনসিসির কমিটি গঠন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজযাত্রীদের সেবায় ১২ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এই কমিটি আশকোনা হজ ক্যাম্প এলাকার চারপাশ পরিস্কার, পরিচ্ছন্নতা ও মশক নিধন, ফুটপাত মেরামত, রাস্তার পাশে বাতি সচল রাখাসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
 
শুক্রবার (৩ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে ১২ সদস্যের এই কমিটির অনুমোদন দেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, গঠিত কমিটি প্রতিদিন সন্ধ্যায় সচিবের দপ্তরে এ সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ করবে। কমিটির কোনও সদস্যের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, কমিটির ‍উপদেষ্টা হিসেবে আছেন ডিএনসিসির ৪৯ এবং ১৭ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর। এছাড়া কমিটির আহ্বায়ক অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।

কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা, অঞ্চল ৭ ও অঞ্চল ১ এর  নির্বাহী প্রকৌশলী (পুর), অঞ্চল ১ ও অঞ্চল ৭ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, অঞ্চল ১ ও ৭ এর সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং অঞ্চল ১ ও ৭ এর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ