সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন চার কওমি শিক্ষার্থীর
প্রকাশ:
২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৪০ রাত
নিউজ ডেস্ক |
![]()
|| নাঈমুর রহমান নাঈম || প্রামাণ্য হাদিসগ্রন্থ সহিহ বুখারী মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন কওমি মাদরাসার চার শিক্ষার্থী। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত আল মারকাজুল ইসলামি বাগমুছা পানামনগর হিফজুল হাদিস বিভাগের ১৪৪৬ হিজরি / ২০২৫ ঈসায়ী শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তারা। মাদরাসার শিক্ষক (মুশরিফ) মুফতি হাফিজ রিয়াজ বিন আবু তাহের আওয়ার ইসলামকে জানান, প্রতি বছর আল মারকাজুল ইসলামি বাগমুছার ‘হিফজুল হাদিস বিভাগ’ থেকে শিক্ষার্থীরা সহিহ বুখারী ও সহিহ মুসলিম হিফজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এ বছরও চারজন শিক্ষার্থী এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহ, নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে এই মহৎ কাজটি সম্পন্ন করে থাকেন। তাঁরা স্বতঃস্ফূর্তভাবে ৭,২৭৫টি হাদিস (তাকরার ছাড়া) মুখস্থ করার গৌরব অর্জন করেন। সহিহ বুখারী মুখস্থকারী শিক্ষার্থীদের পরিচয় ১. হাসনাইন সারওয়ার ২. মাসউদুর রহমান ৩. ফজলে রাব্বি ৪. ওয়ালিদ হোসাইন শিক্ষক মুফতি হাফিজ রিয়াজের মতে, ‘এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষার ফল। তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করি’। হাআমা/ |