শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬

শিরোনাম :
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় : জাতিসংঘ মহাসচিব লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ‘ধর্ষণ বন্ধে দ্রুত কোরআনের আইন চালু করুন’ হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা ইসলামাবাদীর পিতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন ১৪ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম সেনাবাহিনীর ৭ মিনিটের আল্টিমেটাম, অবরোধ প্রত্যাহার ১ মিনিটেই উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব লাকীকে গ্রেফতার ও শাপলা চত্বর হত্যাকান্ডের বিচার দাবিতে বিক্ষোভ কক্সবাজার রামু রাজারকুল মাদ্রাসায় ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা কোর্স সম্পন্ন

বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার, তল্লাশি করে ভেতরে প্রবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় মসজিদে প্রবেশমুখে কাউকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হচ্ছে। 

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এমন চিত্র দেখা গেছে। জানা যায়, পল্টন মোড় থেকেই বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে ও ভেতরেও দাঁড়িয়ে আছেন প্রায় ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য। অবস্থান করতে দেখা গেছে বেশ কয়েকজন পোশাকধারী (ডিবি) পুলিশকেও। ভেতরে যারা কাঁধ ব্যাগ বা হাত ব্যাগ নিয়ে যাচ্ছেন তাদের ব্যাগ খুলে তল্লাশি করা হচ্ছে।

মুসল্লিরা জানান, নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা-বাহিনীর সদস্যদের তল্লাশিকে আমরা স্বাগত জানাই। নাগরিক হিসেবে তাদের আমরা সহযোগিতা করছি। অনেক সময় নামাজের শেষে বিভিন্ন সংগঠনকে মিছিল বা বিক্ষোভ করতে দেখা যায়। সেই কারণে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, গত সপ্তাহে একটি সংগঠন বিক্ষোভ করেছে। আজ যাতে না করতে পারে তার জন্য সকল প্রস্তুতি নিয়েছি। আজ আমরা সতর্ক রয়েছি।

নারনা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ