|| কাউসার লাবীব ||
অনলাইন সংবাদ মাধ্যম ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’-এর আয়োজনে, লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’-এর ১০ম ব্যাচ সম্পন্ন করে প্রায় অর্ধশতাধিক কওমি তরুণ সনদ পেয়েছে।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা মিলনায়নে কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
সনদ তুলে দেন লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, লেখক মিজানুর রহমান জামীল প্রমুখ।
জানা যায়, কোর্সটির ১১তম ব্যাচ শুরু হবে ২৮ শাবান থেকে। কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে কী লিখবো কেন লিখবো, লেখালেখির প্রস্তুতি, রোজনামচা, ব্যবহারিক বানান, প্রবন্ধ-নিবন্ধ, ছড়া, গল্প-উপন্যাস, ফিচার, অনুবাদ, প্রুফ-সম্পাদনা, আবৃত্তি-উচ্চারণ, সংবাদপত্র-সাংবাদিকতা, অনলাইন সাংবাদিকতা, সাক্ষাৎকার, সংবাদপত্রে ইংরেজি পরিভাষা, মোবাইল জার্নালিজম, ক্যামেরার ব্যবহার, ভিডিও-ফটোগ্রাফি, লেখালেখি ও সংবাদপত্রে তথ্যপ্রযুক্তি বিষয়ে।
বিস্তারিত জানতে যোগাযোগ: 01902891996, 01726688686 (নগদ ও বিকাশ) Wattsapp
কেএল/