বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কিন্ডারগার্টেন ও স্কুলের শিক্ষার্থীদের জন্য বই লিখলেন মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৫ প্রাণ, হাসপাতালে ১০৩৪ স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় স্বামীর মৃত্যু শেরপুরে পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু উম্মুল মাদারিস দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী : ঐতিহাসিক পটভূমি গীতিকার কবি আব্দুল কাদের হাওলাদারের ইন্তেকালে ইসলামী আন্দোলনের শোক আধ্যাত্মিকতার ২২ নং কোর্স শুরু পহেলা ডিসেম্বর থেকে, যেভাবে করবেন আবেদন রাজনৈতিক দলের বিচারে অধ্যাদেশ : খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন বিশ্বজয় করে দেশে ফিরছেন হাফেজ আনাস, বিমানবন্দরে দেওয়া হবে সংবর্ধনা রামুর রাজারকুল আজিজুল উলুম মাদরাসার ৫১ তম বার্ষিক সভা সোমবার

বিশ্বজয় করে দেশে ফিরছেন হাফেজ আনাস, বিমানবন্দরে দেওয়া হবে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তিনি।

আট থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আনাস মাহফুজ। তিনি রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয়। আর কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় কারি আবু জর গিফারীর নাম।

এর আগে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর গিফারী। কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে এবার অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতার ১৩তম আসর।

এর আগে গত ৩০ অক্টোবর তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। মুয়াজও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

এদিকে বাংলাদেশি এই ক্ষুদে হাফেজ বিশ্বজয় করে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে দেশে ফিরছেন।

জানা যায়, সকাল ৯টা নাগাদ শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

সংবর্ধনা দেবে দেশের আলেম-ওলামা, তলাবা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষজন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ