রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কাল বন্যাদুর্গত এলাকায় যাচ্ছেন শায়খে চরমোনাই মুফতী সৈয়দ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কাল বন্যাদুর্গত এলাকায় যাচ্ছেন মুফতী সৈয়দ ফয়জুল করীম

|| হাসান আল মাহমুদ ||

হঠাৎ করেই ভয়াবহ দুর্যোগের কবলে বাংলাদেশ। ভারতের বাঁধ খুলে দেয়ায় উজানের পানি ও ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষীপুরসহ আশপাশের অঞ্চল। বন্যায় সহায়-সম্পত্তি হারিয়ে অসহায় হাজার হাজার পরিবার। এখনো আটকা পড়ে আছেন অগণিত অসহায় মানুষ।  সর্বস্তরের মানুষ যোগ দিয়েছে উদ্ধার তৎপরতায়। বিপর্যস্ত মানুষের পাশে জীবন বাজি রেখে দাঁড়িয়েছে দেশের আলেম সমাজ। আলেমদের বিভিন্ন সেবা সংস্থা, সংগঠন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

এদিকে আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সহায়তা নিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

সংগঠনটির প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম জানান, শায়েখে চরমোনাই প্রথমে সোনাইমুড়ী কামিল মাদরাসা আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। এরপর কানকিরহাট উচ্চ বিদ্যালয়, সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া থানার প্রত্যন্ত দুর্গম এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।

এর আগে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও পানিবন্দি মানুষের মাঝে ‘উপহারসামগ্রী, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ’ করেছেন ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

এছাড়া, বানভাসি মানুষের জন্য সংগঠনটির ছাত্র সংগঠন ‘ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় দুর্যোগ সহায়তা টিমসহ জরুরী কর্মসূচি ঘোষণা করে বন্যকবলিত এলাকায় সক্রীয় আছে বলে জানা গেছে।

সংগঠনটির কর্মসূচিতে রয়েছে-০১. দুর্যোগপূর্ণ অঞ্চলে উদ্ধার কার্যক্রম। ০২. শুকনো খাবার বিতরণ। ০৩. পানি বিশুদ্ধকরণ উপকরণ বিতরণ। ০৪. প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান ও ০৫. প্রয়োজনীয় পোশাক বিতরণ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ