রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বন্যার্তদের পাশে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের পাশে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা

|| হাসান আল মাহমুদ ||

স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, চাঁদপুরসহ ১৩ জেলা। অন্তত ৫০ লাখ মানুষ পানিবন্দিসহ ক্ষত্রিগ্রস্থ অসংখ্য অগণিত। সীমাহীন দুর্ভোগে আছে বন্যাকবলিত মানুষেরা। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষসহ নানা সংগঠন। এবার উদ্ধার ও ত্রাণ সহায়তায়  প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ বিদ্যাপীঠ আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা।

জানা গেছে, হাটহাজারী মাদরাসার উদ্যোগে বন্যার্তদের ভালোবাসায় গঠন করেছে ‘আল-মুঈন ত্রাণ তহবিল’। বন্যার্তদের উদ্ধার ও তাদের সহায়তায় এ তহবিল’র কার্যক্রম চলমান থাকবে বন্যার দুর্গতকাল শেষ হওয়া পর্যন্ত।

আল মুঈন ত্রাণ তহবিলের সদস্যরা ইতোমধ্যে বন্যাকবলিত এলাকা ফেনীতে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনায় ব্যস্ত আছেন।

হাটহাজারী মাদরাসার শিক্ষক মাওলানা মুনির আহমাদ জানান, হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান কাসেমী (হাফি.),, মুফতি মুহিউদ্দীন মাসুম (হাফি.) এবং মুফতি কিফায়াতুল্লাহ আজহারী (হাফি.)এর নেতৃত্বে  ঢাকা উত্তরার শীর্ষ উলামায়ে কেরামের মাধ্যমে আগত ১০ টন ত্রাণসামগ্রী ফেনীর ফুলগাজীতে বিতরণের তালিকা তৈরির কাজ চলছে ফেনির জামিয়া ইসলামিয়া মাদরাসায়।

তিনি বলেন, আল-মুঈনুল ত্রাণ তহবিলের এই সেবা কার্যক্রম প্রতিদিন জারি থাকবে, ইনশাআল্লাহ’।

এর আগে মাওলানা মুনির আহমাদ এক ফেসবুক পোস্টে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, জামিয়া মহাপরিচালক হযরত আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)এর তত্ত্বাবধানে বন্যার্ত অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য জামিয়া দারুল উলূম হাটহাজারীর ‘আল-মুঈন ত্রাণ তহবিল’-এর প্রথম চালানের শুকনো খাবার প্যাকিংয়ের কাজ করছেন আমাদের প্রিয় ছাত্রদের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। প্রতিটি প্যাকেটে থাকবে- চাল, মসুর ডাল, পেঁয়াজ, লবণ, চিড়া, বিস্কুট, পানি ও ওরস্যালাইন। ভোর হলেই প্রথম চালানের ত্রাণের এসব প্যাকেট বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ