সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

জামিয়া রাহমানিয়ায় সংবর্ধিত হলেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

জামিয়া রাহমানিয়া আজিজিয়ায় সংবর্ধিত হলেন দেশবরেণ্য আলেমেদ্বীন সদ্য কারামুক্ত শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক

আজ শনিবার (৪ মে ২০২৪) মোহাম্মদপুর বছিলায় নিজ কর্মস্থল জামিয়া রাহমানিয়া আজিজিয়ায় আগমন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

দুপুর ৪টা থেকে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, নাজেমে তালিমাত মাওলানা আশরাফুজ্জামান, ইসলামি আলোচক মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আতাউল্লাহ আমীন,  মুফতি নোমান কাসেমী, মাওলানা আলী হাসান উসামা প্রমুখ ওলামায়ে কেরাম।

এছাড়া সারাদেশ থেকে অনেক আলেমওলামা, ছাত্র-ত্বলাবা, সংগঠন ব্যক্তিবর্গ সদ্য কারামুক্ত শাইখুল হাদিস মাওলানা মামুনুল হককে ফুলেল শুভেচ্ছা দিতে ছুটে আসেন।

ইত্তিহাদ সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ আসরের পূর্বে জামিয়া রাহমানিয়া আজিজিয়া প্রাঙ্গণে কারানির্যাতিত এই আলেমের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জের জায়গীর দরবারের পীর মাওলানা দ্বীন মুহাম্মদ, শুরা সদস্য ও বলিয়ারপুর মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মহাসচিব ও আনওয়ারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা শাহেদ জহিরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাভার দারুল উলূম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতি মাহবূবুর রহমান নবাবগঞ্জী, সাংগঠনিক সম্পাদক ও জামিয়া দারুল আমান রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ ও হারুনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আলী আশরাফ তৈয়ব, সহ-সাংগঠনিক সম্পাদক ও বলিয়ারপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, মিডিয়া বিষয়ক সম্পাদক ও যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি শামীম আহমাদ, মুফতি মামুনুর রশীদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ