সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে যেভাবে গুরুত্ব পেয়েছে নির্বাচনের খবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

অনুষ্ঠিত হলো বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন। নির্বাচন ইস্যুকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমগুলো। 
আজ সোমবার (৮ জানুয়ারি) দেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক প্রথম আলোর শিরোনাম ‘নিরুত্তাপ ভোট, উপস্থিতি কম’। এছাড়া শেখ হাসিনার টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ার খবরটিও গুরুত্ব দিয়ে ছেপেছে পত্রিকাটি।

দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ‘আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়’ দৈনিক সমকালের শিরোনাম ‘কম ভোটে নৌকার বিরাট জয়’। এছাড়া ভোট বর্জন ও নানা কেন্দ্রের ভোট স্থগিতের খবরও গুরুত্ব দিয়েছে পত্রিকাটি। এদিকে দৈনিক যুগান্তরের শিরোনাম ‘শঙ্কার ভোটে নৌকার টানা জয়’।

দৈনিক যায়যায়দিন আজ শিরোনাম করেছেন ‘সারাদেশে নৌকার জয়জয়কার’।দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ‘২২৩ আসনে নৌকার জয়, টানা জয়ের ইতিহাস গড়লেন শেখ হাসিনা’। এছাড়া দৈনিক জনকণ্ঠের লাল অক্ষরে লেখা শিরোনাম ‘নৌকার বিপুল জয়, টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা’।

দৈনিক কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে ‘নতুন ইতিহাস গড়লেন শেখ হাসিনা’। তাদের আরো একটি খবরের শিরোনাম ‘টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগের বিপুল বিজয়, বিচ্ছিন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট’। দৈনিক নয়া দিগন্তের শিরোনাম ‘নজিরবিহীন ভোট বিমুখতা’।

দৈনিক ইনকিলাবের শিরোনাম ‘নির্বাচনে নৌকার ভূমিধস বিজয়, পঞ্চমবার প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা’। দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে ‘আওয়ামী লীগের টানা চতুর্থ বিজয়’। দৈনিক বণিকবার্তা আজ শিরোনাম করেছেন ‘দ্বাদশ জাতীয় সংসদ; নির্বাচনে ক্ষমতার গতিপথে কোনো পরিবর্তন নেই’। দৈনিক দেশরূপান্তরের লাল অক্ষরে ছাপা শিরোনাম ‘অনুমান মতোই...’। এছাড়া তাদের আরেকটি খবরের শিরোনাম ‘আরও একবার আ.লীগ সরকার, ধরাশয়ী অনেক হেভিওয়েট’।

এদিকে দেশের ইংরেজি দৈনিকগুলোতেও গুরুত্ব পেয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর। দ্য ডেইলি স্টার আজ শিরোনাম করেছে ‘AL helps itself to fourth straight win’। ডেইলি সান’র শিরোনাম ‘Boat’ sails to 4th straight term in tranquil tide । দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে, ‘Parliament election held amid main opppsition boycott; Al poised for fourth straight poll sweep’  । এদিকে দ্য বাংলাদেশ টুডের প্রথম পাতার শিরোনাম ‘Election is `free, fair, peaceful, successful'; int'l Observers’

অপরদিকে দ্য গার্ডিয়ান, আল জাজিরা, অ্যাসোসিয়েট প্রেস, টাইমস অব ইন্ডিয়া, দ্য উইক, বিবিসিসহ বিশ্বখ্যাত গণমাধ্যমগুলোতে গুরুত্ব দিয়ে প্রকাশ পায় গতকালের বাংলাদেশের ভোটের খবর।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) শিরোনাম করেছে, ‘সহিংসতা ও বিরোধীদের নির্বাচন বয়কটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের নির্বাচন : ভোটগ্রহণ শুরু।’ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের শিরোনাম ‘শেখ হাসিনার পঞ্চম মেয়াদে জয়ের নিশ্চয়তায় বাংলাদেশে ভোট শুরু’।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার শিরোনামে বলা হয়েছে, ‘বিরোধীদের বয়কটের মধ্যে বাংলাদেশে ভোটগ্রহণ শুরু; ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শিরোনাম ‘বিরোধীদের নির্বাচন বর্জনের মধ্যে বাংলাদেশে ভোটগ্রহণ শুরু’।

প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস। গণমাধ্যমটির শিরোনাম ‘নির্বাচনে ভোটগ্রহণ শুরু বাংলাদেশে : ১২ কোটি ভোটার বেছে নেবেন ২৯৯ সংসদ সদস্য’।

এ ছাড়া আইরিশ এক্সামিনার, ফ্রান্স২৪, দ্য উইকে প্রকাশিত খবরগুলোর শিরোনামেও বিরোধীদের ভোট বর্জনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফ্রান্স২৪ বলেছে, বয়কটের কারণে শেখ হাসিনার দল সামান্য প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে। দ্য উইকের শিরোনামে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য বিজয় আঞ্চলিক প্রভাব ফেলবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির শিরোনামে বলা হয়েছে, বাংলাদেশে বিরোধী দল ছাড়া ভোট হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন বলেছে, বিরোধী দলের বর্জনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের নির্বাচনে ভোটারের সংখ্যা কম, ক্ষমতায় থাকছে শেখ হাসিনা। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এবং কয়েকটি ছোট মিত্রের ভোট বয়কটের পর ১৭ কোটি জনসংখ্যার দেশটি ভার্চুয়াল একদলীয় শাসনের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলো।

ভোটের দিন বিবিসি শিরোনাম দিয়েছে, ‘বাংলাদেশে নির্বাচনের আগে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ’। খবরে বলা হয়েছে, বাংলাদেশে নির্বাচনের আগেই সহিংসতার ঢেউ দেখা গেছে।

এ ছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংসতাসহ নানা ধরনের অশান্তির খবর বেশির ভাগ গণমাধ্যমে জায়গা পেয়েছে। কয়েকটি গণমাধ্যম ভোটগ্রহণের শুরু থেকে ফল ঘোষণা পর্যন্ত লাইভ খবর প্রকাশের উদ্যোগও নিয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ