আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার এ সম্মেলন হবে। দ্বিতীয় দফার এ সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ ১১১টি দেশ আমন্ত্রণ পেয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এবার কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়া- এই চার দেশকে যৌথ আয়োজক হিসেবে যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ এই পাঁচ দেশে সম্মেলন হবে।
আমন্ত্রণ জানানো হবে সরকারি-বেসরকারি খাতের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের। আলোচনা হবে, কী করে গণতান্ত্রিক দেশগুলো নাগরিকদের তুলনামূলক ভালো সেবা দেয় এবং কী করে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলা করে।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম গণতন্ত্র সম্মেলন আয়োজন করে বাইডেন প্রশাসন। সেবার শতাধিক সরকার গণতন্ত্র চর্চা এগিয়ে নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্তৃত্ববাদী শাসন মোকাবিলার জন্য প্রায় ৭৫০টি অঙ্গীকার করে। এবারের সম্মেলনে সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।
-এসআর