শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া খিলগাঁও ঢাকা’য় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত, পুরাতন পাকা জামে মসজিদ ওয়াকফ এস্টেট পরিচালিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া খিলগাঁও ঢাকা’য় ভর্তি চলছে।

ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির নূরানী, নাযেরা, হিফয ও কিতাব বিভাগে চলছে এ ভর্তি কার্যক্রম। কিতাব বিভাগে দাওরায়ে হাদিসসহ যেকোনো জামাতের ছাত্ররা ভর্তি হতে পারবেন। কিতাব বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষ মাদানী নেসাবে পরিচালিত। প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী।

কিতাব বিভাগের বৈশিষ্ট্য:
১ম ও ২য় বর্ষে মাদানী নেসাবে পরিচালিত। ২য় বর্ষে বেফাক পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা।
মাদানী নেসাবের বিশেষ আকর্ষণ: আরবী, ইংরেজী, ও বাংলা ভাষার প্রখ্যাত সাহিত্যিক ও উক্ত জামিয়ার সদরে মুদারিরস মাওলানা নাসিম আরাফাত সাহেবের নিয়মিত ও প্রত্যক্ষ দরস প্রদানের মাধ্যমে মাদানী নেসাবের ১ম ও ২য় বর্ষ পরিচালিত হয় ও তার সার্বিক তত্ত্বাবধানে আরবি, ইংরেজি, শুদ্ধ বাংলা ভাষা চর্চা করা হয়।

হেদায়াতুন্নাহু থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত কাদিম নিসাবে পরিচালিত।

দাওরায়ে হাদিসের দরস প্রদান করেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। এঁদের মধ্যে রয়েছেন, আল্লামা আবু সাবের আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, মুফতি হারুন হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, মাওলানা নাসিম আরাফাত হাফিজাহুল্লাহ প্রমূখ।

নূরানী, নাজেরা বিভাগের বৈশিষ্ট্য:
মাওলানা কারী রহমতুল্লাহ সাহেবের উদ্ভাবিত পদ্ধতিতে অভিজ্ঞ ও আন্তর্জাতিকমানের কারী সাহেবদের তত্ত্বাবধানে মাত্র ২ বছরে হিফজের উপযোগী করে গড়ে তোলা হয়। মেধাবী ছাত্রদেরকে মাত্র এক বছরে নাজেরা সমাপ্ত করিয়ে দেওয়া হয়।

হিফজুল কোরআন বিভাগের বৈশিষ্ট্য:
আন্তর্জাতিকমানের হাফেজ তৈরির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা হিফজুল কোরআন বিভাগ পরিচালিত হয়। মেধাবী ও মেহনতী ছাত্রদের জন্য সর্বোচ্চ দুই বছরে হিফজ সমাপন এবং এক বছরে শুনানির ব্যবস্থা রয়েছে। তাছাড়া আরবী লাহাযে হদর স্টাইলে তেলাওয়াতের প্রশিক্ষণেরও রয়েছে সুব্যবস্থা। বি:দ্র: দিয়ে এতিম মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ আছে।
সার্বিক বিষয়ে জানতে কল করুন: ০১৯১৫১৮৪৬৭০ (মুফতি তাশরীফুল ইসলাম, শিক্ষা সচিব)

যাতায়াত: ঢাকার যেকোনো জায়গা থেকে খিলগাঁও তালতলা সুপার মার্কেটের দক্ষিণ পার্শ্বে পুরাতন পাকা জামে মসজিদ মাদরাসা, ৭২৯/সি,খিলগাঁও, ঢাকা-১২১৯

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ